• ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উপশহরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী আটক

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
উপশহরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী আটক

সিলেট সুরমা ডেস্ক : উপশহরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ছিতাইকারীরা হলেন উপশহর এ ব্লকের ৫নং রোডের ২ বাসার শশিউর রহমানের ছেলে ফয়জুর রহমান (৩০) ও তেররতন এলাকার আব্দুল হকের ছেলে মোস্তফা (২৮)।  ছিনতাইয়ের সাত ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাত বারোটার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুহেল রানা বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপশহর জি-ব্লক ৩ নম্বর রোডে ছিনতা্ইকারীর কবলে পড়েন উপশহর জি-ব্লকের ৩ নম্বর রোডের মিজানুর রহমানের স্ত্রী কুলসুমা পারভীন লাকি। ছিনতাইকারীরা লাকির ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এসময় লাকির কোলে থাকা শিশু সন্তান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ভ্যানিটি ব্যাগে থাকা একটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি জানতে পেরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।